নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২১ জুলাই ২০২৫

আ’লীগের ডাকা হরতালের বিরুদ্ধে বন্দরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৩৬, ২০ জুলাই ২০২৫

আ’লীগের ডাকা হরতালের বিরুদ্ধে বন্দরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

বন্দর থানা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে আওয়ামী লীগের ডাকা অবৈধ হরতালের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে নেতাকর্মীরা।

রোববার (২০ জুলাই) বিকেল ৩ টায় বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন পিংকি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল প্রধানের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় বিক্ষোভ মিছিলটি বন্দর বাসষ্ট্যান্ড হতে শাহীমসজিদ, ছালেহনগর, বাড়ইপাড়া,বন্দর কেন্দ্রীয় শহিদ মিনার, মুক্তিযোদ্ধা সংসদ,বন্দর খেয়াঘাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষীণ করে স্কুল ঘাটে পথ সভার মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মো: রাসেল,মো: নাদিম,খোকন প্রধান, মো: দেলোয়ার, মো: নাদিম, বিল্লু মিয়া, মো: হৃদয় সরকার, মো: মামুন, আমির, আকরাম, রমজান, সাকিল, মো: নাজমুল, মো: রাসেল প্রমূখ।