নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২০ জুলাই ২০২৫

জাতীয় সমাবেশে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের লক্ষাধিক নেতাকর্মীর যোগদান

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৫০, ১৯ জুলাই ২০২৫

জাতীয় সমাবেশে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের লক্ষাধিক নেতাকর্মীর যোগদান

ঐতিহাসিক সরোয়ারদী উদ্যানে ১৯ জুলাই শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর  জাতীয় সমাবেশে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যােগে লক্ষাধিক নেতাকর্মী নিয়ে বিশাল শোডাউন নিয়ে সমাবেশে যোগদান।

উক্ত মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর বলেন ৭ দফা দাবি নিয়ে জামায়াতের জাতীয় সমাবেশ সফল করতে আমরা নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত লক্ষাধিক নেতাকর্মী নিয়ে উপস্থিত হয়েছি।

আমরা আশা করি আজকের ই জাতীয় সমাবেশ থেকে সিদ্ধান্ত হবে অচিরেই দেশে গুম খুন হত্যার বিচার হবে, পাশাপাশি লেভেল ফিল্ডং নির্বাচন নিশ্চিত হবে, ৭ দফা সহ আর কোন দখলবাজ, চাঁদাবাজ যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেই বিষয়ে ও সিদ্ধান্ত হবে ইনশাআল্লাহ।

এসময় তিনি আরো বলেন আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হলে আর নতুন কোন স্বৈরাচারী জুলুম করতে পারবেনা। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনসমুদ্রের এই সমাবেশ ইতিহাস হয়ে থাকবে। 

লক্ষাধিক নেতাকর্মী নিয়ে মিছিলে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম,  সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, কর্ম পরিষদ সদস্য মাওলানা ওমর ফারুক, মোখলেসুর রহমান, হাফেজ আব্দুল মোমিন, হাবিবুর রহমান মল্লিক, মহানগরী ছাত্র শিবিরের সভাপতি হাফেজ ইসমাইল সহ মহানগরীর সকল থানা আমীর ও সেক্রেটারিগন।