নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২১ জুলাই ২০২৫

পরিচালক (অপারেশনস) ইশতিয়াকের অপসারণের দাবিতে

সিদ্ধিরগঞ্জে ৩ দিন ধরে কর্মবিরতিতে এসিআই শ্রমিকরা  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:০১, ২১ জুলাই ২০২৫

সিদ্ধিরগঞ্জে ৩ দিন ধরে কর্মবিরতিতে এসিআই শ্রমিকরা  

সিদ্ধিরগঞ্জে গোদনাইল এলাকায় এসিআই ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেশনস) ইমাম আহমেদ ইশতিয়াকের অপসারণের দাবিতে টানা তিনদিন ধরে কর্মবিরতি পালন করছেন প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মচারীরা।

গত শনিবার (১৯ জুলাই) থেকে প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করছেন প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মচারীরা।

সোমবার (২১ জুলাই) দুুপরে গিয়ে দেখা যায় শ্রমিকরা ধারাবাহিকভাবে এ কর্মসূচি পালন করছেন। কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন মো. জাকির হোসেন, মো. গোলাম মোস্তফা রাসেল, আরিফুল আজম ও আবু সাঈদ।

এ সময় শ্রমিক নেতারা জানান, পরিচালকের একতরফা সিদ্ধান্ত, দুর্ব্যবহার এবং কর্মপরিবেশের অবনতির প্রতিবাদে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। অপসারণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা 
তবে এ বিষয়ে এসিআই ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।