নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

৩১ জুলাই ২০২৫

সিদ্ধিরগঞ্জে তিতাস কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদাবাজি 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৪৩, ৩০ জুলাই ২০২৫

সিদ্ধিরগঞ্জে তিতাস কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদাবাজি 

সিদ্ধিরগঞ্জের নাসিক ১ নং ওয়ার্ড বাতানপাড়া এলাকায় এক বাড়ি থেকে নিজেকে তিতাস কর্মকর্তা পরিচয় দিয়ে মিঠু নামের এক ব্যক্তির বিরুদ্ধে এক লক্ষ টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে।

তিতাসের সংযোগ বিচ্ছিন্নের ভয় দেখিয়ে এই টাকা হাতিয়ে নেয় মিঠু। খোঁজখবর নিয়ে জানা যায়, নারায়ণগঞ্জ তিতাস গ্যাস অফিসে মিঠু নামে এক ব্যক্তি রয়েছে। তিনি লিকেজের কাজ করেন। জুলাই ৭ তারিখ সোমবার লিকেজের কাজের জন্য বাতানপাড়া এলাকায় যান মিঠু।

মিঠু লিকেজের কাজ শেষে দুপুর ১২.৪৭ মিনিটে এক প্রবাসীর ভবনে ঢুকে তাদের গ্যাসের বই দেখাতে বলেন। পরে সংযোগ বিচ্ছিন্নের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে এক লক্ষ টাকা হাতিয়ে নেন মিঠু। 

ভুক্তভোগী বয়স্ক নারী অভিযোগ করে বলেন, আমাদের সকল কাগজপত্র সঠিক থাকার পরেও নিজেকে নারায়ণগঞ্জ তিতাসের অফিসার পরিচয় দিয়ে এবং গ্যাস সংযোগ বিচ্ছিন্নের ভয় দেখিয়ে ১ লক্ষ টাকা নিয়েছে। তিতাসের যিনি আমাদের বাড়িতে এসেছে তার ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছে।  এই মিঠুর চাঁদাবাজির বিরুদ্ধে আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। 

এ মিঠু পুরো নারায়ণগঞ্জের অবৈধ গ্যাস সংযোগকারীদের কাছ থেকে মাসে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন বলে জানা যায়। নারায়ণগঞ্জ তিতাস গ্যাসের কর্মকর্তারা বিভিন্ন অভিযানে গেলে মিঠু অবৈধ সংযোগকারীদের মোটা অংকের টাকার বিনিময় তাদের গ্যাস সংযোগ রক্ষা করেন এবং প্রতিমাসে মোটা অংকের টাকা আদায় করেন। 

উক্ত বিষয়ে মুঠোফোনে  মিঠু জানায়, আমি কারো কাছ থেকে কোন টাকা পয়সা আনিনি। 

নারায়ণগঞ্জ তিতাসের ম্যানেজার মোস্তাক  মাসুদ ইমরানের মুঠোফোনে বলেন, লিকেজের কাজ করে যে মিঠু সে আমার অধীনে না। তারপরেও বিষয়টি দেখে মিঠুর বিরুদ্ধে ব্যবস্থা নেব।

নারায়ণগঞ্জ তিতাসের ম্যানেজার নুরুল আফসার বলেন, লিকেজের কাজ করে মিঠু। মিঠু কারো বাড়িতে গিয়ে গ্যাসের বই চাওয়ার এখতিয়ার নেই। মিঠু যদি কারো বাড়িতে গিয়ে টাকা নিয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে বিভাগীয়  ব্যবস্থা নেওয়া হবে।