নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০২ আগস্ট ২০২৫

 সোনারগাঁয়ে হাতপাখার প্রার্থী ফারুক মুন্সিকে সংবর্ধনা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:১৯, ২ আগস্ট ২০২৫

 সোনারগাঁয়ে হাতপাখার প্রার্থী ফারুক মুন্সিকে সংবর্ধনা

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী হিসেবে হাতপাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির সোনারগাঁ থানা শাখার সেক্রেটারি ও জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফারুক আহমদ মুন্সি। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী গত রবিবার তাঁর প্রার্থিতার ঘোষণা দেওয়া হয়।

এই উপলক্ষে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সোনারগাঁ থানা শাখার উদ্যোগে শনিবার (২ আগস্ট) বিকেল ৪টায় উদ্ববগঞ্জের দলীয় কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলনের থানা সভাপতি মুহা. মনির হোসেন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম মাহমুদি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগাঁ থানা শাখার সাংগঠনিক সম্পাদক এইচ এম সাইফুল ইসলাম, সহ-সভাপতি মুহা. মামুন রানা এবং যুব আন্দোলনের থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ৪ জুলাই সোনারগাঁ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সভায় নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে তৃণমূল পর্যায়ের দায়িত্বশীলদের মতামতের ভিত্তিতে প্রার্থী বাছাই কার্যক্রম সম্পন্ন হয়। সভায় সভাপতিত্ব করেন ফারুক আহমদ মুন্সি এবং সঞ্চালনা করেন নির্বাচন সমন্বয়কারী মুহা. ইয়াসিন প্রধান।

সংবর্ধনা অনুষ্ঠানে নিজের বক্তব্যে প্রার্থী ফারুক আহমদ মুন্সি বলেন, দল ও তৃণমূল কর্মীদের ভালোবাসায় আমি অভিভূত। ইসলামী আন্দোলনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নের জন্য আমি জনগণের দোয়া ও সমর্থন প্রত্যাশা করি। আগামী নির্বাচনে ইনশাআল্লাহ হাতপাখা প্রতীককে বিজয়ের প্রতীক বানিয়ে ইসলামী মূল্যবোধভিত্তিক রাষ্ট্র গঠনের পথে এগিয়ে যাবো।

তিনি আরও বলেন, আমার প্রার্থিতা ব্যক্তিগত উচ্চাভিলাষ নয়, বরং এটি একটি আমানত। জনগণের কল্যাণে কাজ করাই হবে আমার প্রধান অঙ্গীকার।

সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন এবং নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
 

সম্পর্কিত বিষয়: