
বন্দরে বিভিন্ন মামলার ৩ ওয়ারেন্টভূক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভূক্ত আসামীরা হলো বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্ধ নগর এলাকার খাজা আব্দুর রশীদ মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রনী (৪৫) ।
বন্দর থানার ২১ নং ওয়ার্ডের শাহীমসজিদ এলাকার মৃত আব্দুল খালেক মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রহিম (৩৫) ও বন্দর থানার সোনাচড়া এলাকার মৃত সফর উদ্দিন মিয়ার ছেলে ওয়ারেন্টভূক্ত আসামী গোলাপ হোসেন (৪৮)।
গ্রেপ্তারকৃতদের বুধবার (১৩ আগস্ট) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার (১২ আগস্ট) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।