
আড়াইহাজারে সুমন চক্রবর্তী কে সভাপতি ও অরবিন্দ সরকারকে সাধারণ সম্পাদক করে চৌধুরী পাড়া শ্রী শ্রী কালী মন্দিরের কমিটি গঠন করা হয়েছে।
শনিবার সন্ধায় মন্দির চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য লুৎফর রহমান আব্দু। সনাতনী সম্প্রদায়ের বিপুল সংখ্যক নারী পুরুষের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করেন তিনি।
এসময় আড়াইহাজার উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম ভূইয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি ফৌজিয়া ইসলাম পপি, নারায়ণগঞ্জ জেলা জাসাসের সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী ৩ বছর মেয়াদি কমিটি মন্দিরের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।