নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২৭ আগস্ট ২০২৫

রূপগঞ্জে কোকো মিনিবার ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:০৬, ২৫ আগস্ট ২০২৫

রূপগঞ্জে কোকো মিনিবার ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত 

রূপগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বিকেলে পূর্বাচল উপশহরের ১০নং সেক্টরের হারার বাড়ি খেলার মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টে সীমন স্পোর্টিং ক্লাব বনাম ইয়াংগার ব্রাদার স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করে। 

এর আগে পূর্বাচল উপশহর ও আশপাশের শিশু-বৃদ্ধ, নারী-পুরুষ সহ ফুটবল প্রেমী সব বয়সের দর্শকরা মাঠের চারপাশে ভির জমান। 

এতে বিকেল ৫টায় প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক ও রূপগঞ্জ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ দুলাল হোসেন। অনুষ্ঠানে রূপগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি নেতা লোকমান মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সৈয়দা রুকসা, রূপগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবদল নেতা শরিফুল ইসলাম, সবুজ্জল ইসলাম, আলমগীর হোসেন প্রমুখ। 

টুর্নামেন্ট ১-০ গোলে ইংগার ব্রাদার্স স্পোর্টিং ক্লাব জয় লাভ করে। পরে বিজয়ী দল হাতে প্রথম পুরস্কার হিসেবে স্মার্ট টিভি ও অপর দলের হাতে মোবাইল ফোন তুলে দেন অতিথিরা। 

এসময় মোহাম্মদ দুলাল হোসেন বলেন, দিন দিন আমরা যতো আধুনিক হচ্ছি। ততোই আমাদের খেলার মাঠ সংকোচিত হয়ে যাচ্ছে। ফলে যুব সমাজ মাদক সহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। তাই যুব সমাজকে বাঁচাতে হলে তাদেরকে বিভিন্ন খেলায় উদ্বুদ্ধ করতে হবে এবং খেলার জন্য পরিবেশ তৈরি করে দিতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে যুব সমাজের খেলধূলার জন্য আমার পক্ষ থেকে সব সময় সকল রকম সহযোগীতা থাকবে।

সম্পর্কিত বিষয়: