বন্দরে টুর্ণামেন্ট খেলার নাম ভাঙ্গিয়ে চাঁদা আদায়ের ঘটনায় প্রতিবাদ করার জের ধরে জনতা ক্লাবে হামলা চালিয়ে ভাংচুর করেছে স্থানীয় চাঁদাবাজরা।
এ ঘটনায় নজরুল ইসলাম মোল্লা বাদী হয়ে সোমবার (২৫ আগস্ট) দুপুরে স্থানীয় চাঁদাবাজ নাজমুল ও তার সন্ত্রাসী পিতা মীর আলমগীরের নাম উল্লেখ্য করে আরো অজ্ঞাত ২/৩ জনকে আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি।
এর আগে গত রোববার (২৪ আগস্ট) রাত সাড়ে ৯টায় পুরান বন্দর চৌধুরীবাড়ীস্থ জনতা ক্লাবে এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।
অভিযোগের তথ্য সূত্রে জানা গেছে পুরান বন্দর মোল্লাবাড়ী এলাকার মীর আলমগীর মিয়া ও তার ছেলে নাজমুল আওয়ামীলীগ শাসন আমলে প্রভাব খাটিয়ে স্থানীয় এলাকায় সন্ত্রাসী কার্যক্রম করে থাকতো। বেশ কিছু দিন ধরে নাজমুল এলাকায় টুনামেন্ট খেলাকে কেন্দ্র করে বিভিন্ন মানুষদের কাছ থেকে প্রভাব খাটিয়ে চাঁদাবাজি করে আসছিল।
এ ঘটনায় একই এলাকার মৃত নূর ইসলাম মোল্লার ছেলে নজরুল ইসলাম মোল্লা বাধা প্রদান করে।
এর জের ধরে গত রোববার রাত সাড়ে ৯টায় উল্লেখিত সন্ত্রাসী পিতা/পুত্রসহ অজ্ঞাত নামা ২/৩ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে স্থানীয় পুরান বন্দর চৌধুরীবাড়ী জনতা ক্লাবে অতর্কিত হামলা চালিয়ে ক্লাবের জানালায় এলোপাথারি ভাবে কুপিয়ে ক্ষতি সাধন করে প্রাননাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
বন্দর থানার ওসি লিয়াকত আলী গণমাধ্যমকে জানান, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


































