
বন্দরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে বন্দর থানার ওসি লিয়াকত আলীর মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার দুপুরে বন্দর প্রেসক্লাব কর্তৃক আয়োজিত প্রেসক্লাব ভবনে এ মতবিনিময় করা হয়।
মতবিনিময় সভায় বক্তব্যে সাংবাদিকরা বলেন, বন্দরে মাদক নিয়ন্ত্রণে প্রথম ভ’মিকা রাখতে হবে মাদক প্রবেশের পথ বন্ধ করা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিভিন্ন বাহিনীর তৎপরতা থাকায় মাদক পাচারকারীরা নৌগথসহ গ্রাম্য সড়ক ব্যবহার করে।
এ সকল পথে পুলিশী নজধারী বৃদ্ধি পেলে বন্দরে মাদক প্রবেশ অনেকাংশে কমে যাবে। এছাড়া পালিয়ে থাকা ফ্যাসিস্টদের সন্ত্রাসীরা বর্তমানে বিভিন্ন এলাকায় ছদ্মবেশে ধারণ করে খুন, জখম, দাঙ্গা ফ্যাসাদ, চুরি ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসা নিয়ন্ত্রণসহ নানা অপরাধ কর্মকান্ড করে যাচ্ছে।
অপরাধীরা অন্যস্থানে খুন করে বন্দরের নির্জন স্থানে লাশ ফেলে চলে যাচ্ছে। এ বিষয়টির দিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নজরধারীতে আনতে হবে। বর্তমানে অনেক অপরিচিত লোক অটো বা রিকশা চালাচ্ছে। যারা কখনো এ অঞ্চলে ছিল না। এতে বিষয়ে খোঁজ খবর নেয়া দাবি জানান সাংবাদিকরা।
সাংবাদিকদের বক্তব্যে শেষে ওসি লিয়াকত আলী বলেন, সাংবাদিকরা আমাকে সহায়তা করলে অপরাধ দমনে আমি অনেকটা এগিয়ে যাব। তবে অন্য থানার চেয়ে বন্দরে অপরাধ প্রবনা কিছুটা কম। তারপরেও আমরা অপরাধীদের ছাড় দেব না।
আমি সাংবাদিকদের সহযোগিতা চাই। মতবিনিময় সভায় বন্দর প্রেসক্লাবের সভাপতি ও বিটিভির জেলা প্রতিনিধি আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও ঢাকা প্রতিদিনের প্রতিনিধি মাহফুজ আলম জাহিদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহ সভাপতি মামুন মিয়া, দিন ইসলাম দিপু, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি মহিউদ্দিন ছিদ্দিকী, অর্থ সম্পাদক লতিফ রানা, নির্বাহী সদস্য ও দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা হাজী নাছির উদ্দিন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার মো”: আলীম, কবির হোসেন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন, সাংগঠনিক সম্পাদক শাহজামাল, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক ইকবাল হোসেন, সদস্য মেহেদী হাসান মুন্না প্রমুখ।