নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২০ নভেম্বর ২০২৫

সিদ্ধিরগঞ্জে অধ্যাপক মামুন মাহমুদের গণসংযোগ ও র‌্যালি

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:২৪, ১৯ নভেম্বর ২০২৫

সিদ্ধিরগঞ্জে অধ্যাপক মামুন মাহমুদের গণসংযোগ ও র‌্যালি

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ এর নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক বিশাল গণসংযোগ ও গণর‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 

কর্মী-সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কর্মসূচিতে নির্বাচনী এলাকার মানুষজন তাকে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে দেখতে চাওয়ার জোরালো দাবি জানিয়েছেন।

বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল ভূমীপল্লী থেকে গণসংযোগটি শুরু হয়। পরে এটি চিটাগাং রোড হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দশতলা ভবনের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালির সমাপ্তিতে একটি খোলা ট্রাকের ওপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অধ্যাপক মামুন মাহমুদ। 

এসময় তিনি বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয়েছে, কিন্তু আপনাদের মনের দাবি যেহেতু এইটা অস্থায়ী কিংবা সম্ভাব্য প্রার্থী, কাজেই এখনো সুযোগ রয়েছে। আপনারা যা চান, আমি বিশ্বাস করি আপনারা কি আমাকে এমপি হিসেবে দেখতে চান? 

আপনারা যদি আমাকে এমপি হিসেবে দেখতে চান, তাহলে এই গণসংযোগ, গণসমাবেশ এবং গণর‌্যালি এটাই প্রমাণ করে। তার বহিঃপ্রকাশ ঘটিয়ে আপনাদের এই আওয়াজ আমাদের নেতা, আমাদের অভিভাবক জনাব তারেক রহমান-এর কান পর্যন্ত আপনারা পৌঁছে দিয়েছেন। 

আপনারাই আমার শক্তি, আপনারাই ধানের শীষের শক্তি, আপনারাই তারেক রহমানের শক্তি। দীর্ঘ ১৭ বছর রাজপথে আপনাদের সঙ্গে থেকে আমি আপনাদের দাবি-দাওয়া আদায়ে কখনো পিছপা হইনি। 

আজকেও আমি আপনাদের সঙ্গে রাজপথে আছি, রাজপথে থেকেই ইনশাআল্লাহ আপনাদের মনের যে দাবি আপনারা যে আমাকে এমপি হিসেবে দেখতে চান, সেই দাবি ইনশাআল্লাহ আদায় হবেই।

এসময় কর্মী-সমর্থকদের পক্ষ থেকেও অধ্যাপক মামুন মাহমুদকে এমপি হিসেবে দেখতে চাওয়ার জোরালো দাবি করেছেন তারা।
 

সম্পর্কিত বিষয়: