স্বৈরাচার ফ্যাসিবাদী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ফতুল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসী ও বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের মামলার পলাতক আসামিরা মাথা চারা দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।
তথ্য মতে,ফতুল্লায় শামীম ওসমানের পুত্র অয়ন ওসামনের সহোযোগি ফতুল্লা ইউনিয়ন ৫ নং ওয়ার্ড ইউপি আব্দুল বাছেদ ও ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য সবুজ নাশকতার পরিকল্পনা ও উত্তেজনা সৃষ্টির চক্রান্তে লিপ্ত রয়েছে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ফতুল্লার কয়েকটি এলাকায় রাতের অন্ধকারে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা এবং বিভিন্ন স্থানে উত্তেজনা বাড়ানোর তৎপরতা লক্ষ্য করা যায়। দায়িত্বশীল জায়গায় থাকা কোনো ব্যক্তি এমন কর্মকাণ্ডে জড়িত থাকলে তা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে আরও অবনতির দিকে ঠেলে দেবে। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) আনোয়ার হোসেন জানান, বিষয়টি আমরা জানতে পেরেছি। অভিযোগের সত্যতা যাচাই করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও তদন্ত কার্যক্রম চলছে। কেউ নাশকতা বা অস্থিতিশীলতা সৃষ্টির সঙ্গে জড়িত থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।


































