নারায়ণগঞ্জ ৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ও দলটির শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন।
সোমবার রাতে রাজধানীর বাংলামটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আহবায়ক নাহিদ ইসলামের হাত থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তিনি।
এসময় তার সাথে ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, এনসিপির মুখ্য সংগঠক (উত্তরঅঞ্চল) সারজিস আলম।
মনোনয়ন পত্র গ্রহনের পরপরেই কার্যালয়ে অবস্থান করা নারায়ণগঞ্জ এনসিপির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে কার্যালয় মুখরিত করে তুলেন।
মনোনয়ন পত্র সংগ্রহের পর আবদুল্লাহ আল আমিন বলেন, ‘ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে দীর্ঘ লড়াই আমরা জারি রেখেছি। বুলেটের সামনে দাঁড়িয়ে হাসিনা সরকারের পতন করেছি আমরা।
আজকে সেই হাসিনার ফাঁসির রায় ঘোষণার পেছনে আমাদের দীর্ঘ আন্দোলন সংগ্রাম জারি ছিলো। সেই ঐতিহাসিক দিনে গণতন্ত্রের লড়াইয়ে অংশ নিতে আজ আমি দলের মনোনয়ন পত্র সংগ্রহ করেছি।
তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জ ৪ আসনে দীর্ঘদিন আওয়ামী লীগের কুখ্যাত গডফাদার শামীম ওসমান জোড়পুর্বক এমপি পদে বিনা ভোটে জগদ্দল পাথরের মত বসে ছিলো। মানুষের নূন্যতম সেবা নিশ্চিত না করে এই ফতুল্লার লাখ লাখ মানুষকে কষ্ট দিয়েছে।
পরিকল্পিতভাবে পুরো ফতুল্লাকে বসবাসের অযোগ্য করে তুলেছিলো শামীম ওসমান। সেই অঞ্চলে নির্বাচনের মধ্য দিয়ে মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ ৪ আসনে বিএনপি এখনও আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন প্রদান করেনি। তবে এই আসনে জমিয়তে উলামায়ে নেতা মনির হোসেন কাসেমী জোটগত ভাবে মনোনয়ন পেতে পারেন এমন সম্ভাবনা রয়েছে।
এছাড়া জামায়াতে ইসলামের নারায়ণগঞ্জ মহানগরের আমীর মাওলানা আবদুল জব্বার এই আসনে এমপি প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন।


































