নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৮ নভেম্বর ২০২৫

সোনারগাঁয়ে তরুণ দলের সভাপতি বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:১৯, ১৮ নভেম্বর ২০২৫

সোনারগাঁয়ে তরুণ দলের সভাপতি বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

সোনারগাঁ উপজেলার তরুণ দলের সভাপতি মোঃ আরিফ মিয়ার বিরুদ্ধে এক নারীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। সোমবার উপজেলার জামপুর ইউনিয়নের বাগবাড়িয়া এলাকার মৃত মারফত আলীর স্ত্রী মোসা:মুক্তা আক্তার তালতলা তদন্ত কেন্দ্রে এই অভিযোগ করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, জামপুর ইউনিয়নের বাগ বাড়িয়া এলাকার মোঃ ইমন আলীর ছেলে, সোনারগাঁ উপজেলার তরুণ দলের সভাপতি ১/ মোঃ আরিফ মিয়া(২৮), আরিফ মিয়ার স্ত্রী ২/মোসা: শাহীনুর বেগম(২৬), এবং মোঃ ইমান আলীর স্ত্রী ৩/মোসা: আনোয়ারা বেগম (৬৫)এর সাথে দীর্ঘ ২বছর যাবত জমি সংক্রান্ত জেরে বিরোধ চলে আসছিল। বাঁদীর স্বামী  ৫ বছর পূর্বে মারা যায়।

মৃত্যুর কয়েক মাস পর থেকে ১/নং বিবাদী বিভিন্ন ভাবে কুপ্রস্তাব সহ রাস্তা ঘাট উত্তপ্ত করে আসছিল। এতে বাদী রাজি না হওয়ায়,জমি সংক্রান্ত জের ধরে গত ১৬ই নভেম্বর ১/নং  বিবাদী-বাঁদীর ঘরে অনধিক প্রবেশ করে লাঞ্ছিত করে।

বাঁদীর গাঁয়ে কিলঘুষি সহ শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম সহ গাঁয়ের করে কাপর ছিরে শ্লিলতা হানি করে। এবং ২নং ও ৩নং বিবাদী লাঠি দিয়ে আঘাত করে এবং বাঁদীর গলায় থাকা ১.৫ভরি স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে যায়। বাঁদীর ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বিবাদী গন পালিয়ে যায়।

এই বিষয়ে তরুণ দলের সভাপতির কাছে জানতে চাইলে তিনি অভিযোগের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে অভিহিত করেন।

এই বিষয়ে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আব্দুল হক বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।