বন্দরে ১১ পিছ ইয়াবা ট্যাবলেটসহ জিয়াউল (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধৃত মাদক ব্যবসায়ী জিয়াউর বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের মুখফুলদী এলাকার মৃত আহাম্মদ মিয়ার ছেলে। এ ব্যাপারে বন্দর থানার উপ পরিদর্শক মোতালেব ভূঁইয়া বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতকে মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত সোমবার (১৭ নভেম্বর) রাতে বন্দর উপজেলার মুখফুলদী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, ধৃত মাদক ব্যবসায়ী জিয়াউল দীর্ঘ দিন ধরে উল্লেখিত এলাকায় অবাধে ইয়াবা বিক্রি করে আসছিল।


































