ফতুল্লায় দেশীয় তৈরি ধারালো অস্ত্রসহ ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত মধ্যরাতে ফতুল্লার অক্টোঅফিস এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- জিয়া, সালাম, আরাফাত ও সিরাজুল ইসলাম।
এলাকাবাসী জানান, অক্টোঅফিস ও মাসদাইর এলাকায় রাত ১১টার পর থেকে ছিনতাইকারীদের উৎপাত বাড়ে। রিকশার যাত্রী পথচারী ও মোটরসাইকেল আরোহীদের পথরোধ করে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে সর্বস্ব ছিনিয়ে নেয়া হয়। এবিষয়ে থানা পুলিশকে একাধীকবার অবহিত করা হয়েছে।
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ও চাষাঢ়া থেকে পাগলা পর্যন্ত সড়ক এবং মাসদাইর এলাকায় ছিনতাইকারীদের উৎপাত বেশি। এসব এলাকায় পুলিশের তৎপরতা বাড়ানোর দাবী জানান এলাকাবাসী।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে রাত ২টার দিকে অক্টোঅফিস এলাকায় অভিযান চালাই। এসময় পুলিশ দেখে ৭/৮ জনের একটি ছিনতাইকারী দল পালানোর চেষ্টা করে।
তখন ধাওয়া করে ৪জনকে দেশীয় ধারালো অস্ত্র সহ গ্রেপ্তার করা হয়। অন্যরা দৌড়ে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের নাম ঠিকানা যাচাইয়ের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


































