ফতুল্লায় ট্রাস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠান শেষে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শুক্রবার বিকেলে ফতুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক ও ট্রাস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রধান উপদেষ্টা রিয়াদ মোহাম্মদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম, ট্রাস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উপদেষ্টা ও ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম,ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুর ইসলাম নুরু,সাধারন সম্পাদক সোহেল আহম্মেদ
সংগঠনটির উপদেষ্টা শওকত আরা খন্দকার, সংগঠনের প্রতিষ্ঠাতা ইমরান চৌধুরী এবং স্মাইল ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি আজমেদ জয়।
ট্রাস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উপদেষ্টা রাহাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফতুল্লা ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাজী মাঈনুদ্দিন।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।


































