নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১২ জুলাই ২০২৫

সিদ্ধিরগঞ্জে ১০ পরিবহন চাঁদাবাজ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:১৭, ১ আগস্ট ২০২১

সিদ্ধিরগঞ্জে ১০ পরিবহন চাঁদাবাজ গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে ১০ পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গ্রেপ্তারকৃতরা হলো- মো. লিটন হাওলাদার (৩৫),  মো. আলতাফ হোসেন খোকন (৩০),  মো. আরিফুল ইসলাম @ আরিফ (২৪), মো. এরশাদ (৩৫),  মো. ফয়সাল আহম্মেদ (২৫), মো. হযরত আলী (৩০), মো. আবুল হাসেম শেখ (৩২), মো. জহির (৩৫), মো. নূর ইসলাম @ লিসন (২৮) এবং  মো. রতন (২৮)। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ১৪ হাজার ৪শ’ টাকা উদ্ধার করা হয়। রোববার (১ আগষ্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 


সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শনিবার (৩১ জুলাই) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের থানাধীন সাইনবোর্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ওই ১০ পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়। 


গ্রেপ্তারকৃতরা একটি চাঁদাবাজ চক্রের সদস্য। তারা সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্রগ্রাম গামী চলাচলরত পরিবহনের চালক ও হেলপারদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক পরিবহন প্রতি দৈনিক ১শ’ থেকে ২শ’ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।