নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২৮ এপ্রিল ২০২৪

বন্দরে ৩’শ পরিবারের মাঝে ত্রান বিতরণ  করেন ইউএনও শুক্লা সরকার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৪:২১, ৩ আগস্ট ২০২১

বন্দরে ৩’শ পরিবারের মাঝে ত্রান বিতরণ  করেন ইউএনও শুক্লা সরকার

ষ্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও কুমদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট্রের উদ্যোগে বন্দরে সাড়ে ৩’শ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদের মাঠে এসব ত্রান সামগ্রী বিতরণ করেন বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার। 


ত্রান সামগ্রী বিতরণ কালে ওই সময় উপস্থিত ছিলেন বন্দর থানা অফিসার ইনর্চাজ দিপক চন্দ্র সাহা, মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাকসুদ হোসেন, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ডিজিএম হরি কিশোর দত্ত, মুছাপুর ইউপির ৮নং ওয়ার্ড সদস্য, হাজ্বী  মো. আনোয়ার  হোসেন ২নং ওয়ার্ড বিল্লাল  হোসেন ,মুছাপুর ইউনিয়ন পরিষদ সচিব বশির আহম্মদ প্রমূখ।  


সকলকে মহামারি করোনা ভাইরাস ও স্বাস্থ্যবিধি মেনে ত্রান  নেয়ার আহবান জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার বলেন, করোনায় যেভাবে মানুষ মারা যাচ্ছে তাতে আপনাদের  প্রত্যেকেই সাবধানতা অবলম্বন করে চলবেন। সে সাথে আমি বিত্তবানদের কাছে আহবান জানাব আপনারাও ষ্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও কুমদিনী ওয়েলফেয়ার ট্রাষ্টের মত অসহায়দের সাহায্য করার জন্য এগিয়ে আসুন। 
 

সম্পর্কিত বিষয়: