নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৭ এপ্রিল ২০২৪

রূপগঞ্জে জন্মনিবন্ধন, পরিচয়পত্র তৈরীর অভিযোগে ৩ প্রতারক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৪:২৫, ৭ সেপ্টেম্বর ২০২১

রূপগঞ্জে জন্মনিবন্ধন, পরিচয়পত্র তৈরীর অভিযোগে ৩ প্রতারক গ্রেপ্তার

রূপগঞ্জে জাল জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র তৈরীর অভিযোগে তিন প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব-১১’র একটি আভিযানিক দল। গ্রেফতারকৃত প্রতারকরা হলো- মো. ইমদাদুল হক (২৬), মো. ফারুক মিয়া (৫২) , পারভেজ (৩১) ।

 

এ সময় জাল সনদপত্র তৈরীর সরঞ্জামাদি ৩টি সিপিইউ, ৩টি মনিটর, ৩টি স্ক্যানার, ৩টি প্রিন্টার, ৩টি হার্ডডিক্স, ৩টি নকল এনআইডি কার্ড ও ৪টি ভুয়া সীল জব্দ করে র‌্যাব। সোমবার (৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব।  


সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ রূপগঞ্জের ভুলতা তাতবাজার মার্কেটের আদর্শ সার্জিক্যাল, শাকিব কম্পিউটার এন্ড প্রিন্টিং এবং মা কম্পিউটার এর ভিতরে অবৈধভাবে ভুয়া পরিচয়পত্র প্রস্তুত করে প্রতারণা করে আসছিল।

 

এমন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে অভিযান চালিয়ে ওই তিন প্রতারককে গ্রেপ্তার করাসহ তাদের কাছ থেকে জাল সনদপত্র তৈরীর সরঞ্জামাদি ৩টি সিপিইউ, ৩টি মনিটর, ৩টি স্ক্যানার, ৩টি প্রিন্টার, ৩টি হার্ডডিক্স, ৩টি নকল এনআইডি কার্ড ও ৪টি ভুয়া সীল জব্দ কার হয়।

 

প্রতারকদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।