নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১৮ জুলাই ২০২৫

রূপগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার শেষকৃত্য সম্পন্ন 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৫২, ১৭ জুলাই ২০২৫

রূপগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার শেষকৃত্য সম্পন্ন 

রূপগঞ্জের ভোলাব এলাকায় বিধু ভুষন ভৌমিক নামে এক বীর মুক্তিযোদ্ধার মরদেহে গার্ড অব অর্ণার শেষে যথাযথ মর্যাদায় স্থানীয় শ্বশানে শেষকৃত্য সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫। 

বৃহস্পতিবার সকালে বীর মুক্তিযোদ্ধার মরহেদে গার্ড অব অর্নার প্রদানকালে উপস্থিত ছিলেন পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার তাসবির হোসেন সুজা, ইন্সপেক্টর আব্দুস সামাদ, ভোলাব ইউপি সদস্য নজরুল ইসলাম প্রমুখ।

এর আগে, বিধু ভুষন ভৌমিক দীর্ঘ দিন ধরে কিনডী সহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন। গতরাতে তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে, মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।