নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১৮ জুলাই ২০২৫

আদমজী বিহারি ক্যাম্পে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের সহায়তা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:১৩, ১৭ জুলাই ২০২৫

আদমজী বিহারি ক্যাম্পে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের সহায়তা

সিদ্ধিরগঞ্জে আদমজী বিহারি ক্যাম্পে আগু‡b পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের মাঝে বুধবার সন্ধ্যায় আর্থিক  সহায়তা প্রদান করেছে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী।

ক্ষতিগ্রস্তদের মাঝে  সহায়তা প্রদানকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর ও নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল জব্বার বলেন, আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব চেষ্টা করেছি, তবে দেশে যদি কুরআনের আইন সৎ লোকের শাসন বাস্তবায়ন থাকতো তাহলে ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে রাষ্ট্র দাঁড়াতেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চায় একটি কল্যান মূলক ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা হয়। 

এসময় নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইনের নেতৃত্বে  আরো উপস্থিত ছিলেন পূর্ব থানা আমীর আলী আক্কাস রুমন, সেক্রেটারি শহিদুল ইসলাম, নায়েবে আমীর আবদুল গফুর, ৬ নং ওর্য়াড সভাপতি জাহাঙ্গীর আলম সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।