
রাজধানীর উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় মাদ্রাসার এতিম বাচ্চাদের মাধ্যমে কোরআন খতম শেষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে সিদ্ধিরগঞ্জ থানা জিয়া সৈনিকদল।
সোমবার (২৮ জুলাই) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার পাইনাদী নতুন মহল্লা জিয়া সৈনিকদলের নিজস্ব কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা জিয়া সৈনিকদলের সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিকদলের আহবায়ক জি এম সুমন মুন্সী, সদস্য সচিব শফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মিন্টু প্রধান, নারায়গঞ্জ মহানগরের আহবায়ক আলী ইমরান,
যুগ্ন আহবায়ক নাসির উদ্দিন, আবুল কাশেম, শহিদ, থানা জিয়া সৈনিকদলের সহসভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, সহসাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, ২নং ওয়ার্ড জিয়া সৈনিকদলের আহবায়ক আবুল হাশেম, ৪নং ওয়ার্ডের আহবায়ক খোকন, ২ ওয়ার্ডের মহিলা সম্পাদিকা রেনু আক্তার এছাড়াও দোয়া মাহফিলে নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিকদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতার কামনা কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।