
উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) শহরের উকিলপাড়া এলাকায় বাদ আসর উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানি।
দোয়া মাহফিলে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনা ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের রূহের মাগফিরাত ও আহতদের সুস্থতা এবং মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমানের সাফল্য ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সভাপতি এড. রেজাউল করিম রেজা, মহানগর সাংস্কৃতিক জোটের সভাপতি হারুন অর রশিদ মুকুল, মহানগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক এন ইসলাম জানু, জেলা জাসাসের সহ-সভাপতি হাজী মোঃ শহিদুল ইসলাম রিপন, মহানগর জাসাসের সহ-সভাপতি হাজী শাহীন, সাবেক জাতীয় ফুটবলার সম্রাট হোসেন এমিলি, মহানগর জাসাসের ধর্ম বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন রিগ্যান, মহানগর সাংস্কৃতিক জোটের সিনিয়র সহ-সভাপতি এম এ সাত্তার ভুট্টু, সহ-সভাপতি এনামুল হক খান, মোঃ সাঈদ চৌধুরী, এড. নজরুল ইসলাম মাসুম, এড. মোঃ গালিব, এস এম রানা, শেখ মোহাম্মদ ইকবাল, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য শেখ মাগফুর ইসলাম পাপন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন সম্পাদক সাজ্জাদ হোসেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাফিউজ্জামান, সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাসুম শেখ, নারায়ণগঞ্জ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শুক্কুর মজুমদার প্রমুখ।