ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালজুঁড়ি এলাকায় একটি সিএনজিতে (ঢাকা থ ১১-৯৯২১) আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিটি দাঁড়িয়ে ছিলো। হঠাৎ একটি মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি সিএনজিতে আগুন লাগিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিদ্ধিরগঞ্জের শেষ মাথায় জালকুড়ি যুব উন্নয়ন অধিদপ্তরের অফিসের সামনে একটি সিএনজিতে অগ্নিসংযোগের খবর পেয়েছি। খবর পাওয়া মাত্রই পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, তিনি নিজেও বর্তমানে টহলে আছেন। নাশকতার আশঙ্কায় যেই স্থানগুলোতে অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা আছে, সেই সব জায়গায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। দুর্বৃত্তদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলেও তিনি উল্লেখ করেন।


































