সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৭০ পুরিয়া হেরোইনসহ চিহ্নিত দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে মাদানীনগর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো উত্তর মাদানীনগর এলাকার আব্দুল মান্নানের ছেলে লিটন এবং আদর্শনগর রসুলবাগ এলাকার রইছ উদ্দিনের ছেলে আরিফ হোসেন। আরিফ বর্তমানে আদর্শনগর রসুলবাগ খলিল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বজলুর রহমান জানায়, রবিবার দিবাগত রাতে মোবাইল ডিউটিকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, সিদ্ধিরগঞ্জ নূরবাগ মাদানীনগর মর্নিংসান স্কুল অ্যান্ড কলেজের সামনে পাকা রাস্তার ওপর কিছু মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রির জন্য অবস্থান করছে।
তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে মাদক কারবারিরা দৌড়ে পালানোর চেষ্টা করে। তবে পুলিশি কৌশল ব্যবহার করে তাদের দু’জনকেই আটক করতে সক্ষম হয়। পরে তাদের দেহ তল্লাশি করে লিটনের পরিহিত লুঙ্গির ডান কোচ থেকে ৩০ পুরিয়া সাদা পলিথিনে মোড়ানো হেরোইন।
আরিফের প্যান্টের ডান পকেট থেকে ৪০ পুরিয়া হেরোইন। মোট ৭০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ২১ হাজার টাকা বলে জানা গেছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত আসামী লিটন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকের একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


































