নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০১ ডিসেম্বর ২০২৫

‎এখন মুক্তিযোদ্ধারা প্রকৃত সম্মান পাচ্ছে না : গিয়াস উদ্দিন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৩৭, ১ ডিসেম্বর ২০২৫

‎এখন মুক্তিযোদ্ধারা প্রকৃত সম্মান পাচ্ছে না : গিয়াস উদ্দিন

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, অনেকেই বলে মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সম্মান দেয়া হয় ,ভাতা দেয়া হয়, কিন্তু আমি মনে করি এখন মুক্তিযোদ্ধারা প্রকৃত সম্মান পাচ্ছে না। আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি জাতির কাছে কোনো প্রত্যাশা নিয়ে না।

আমাদের লক্ষ্য -উদ্দেশ্য ছিলো জীবন দিয়ে হলেও দেশকে রক্ষা করা। পরবর্তী প্রজন্ম যেন একটি ভালো বাংলাদেশ পায় সে জন্য যুদ্ধ করেছি। মুক্তিযোদ্ধাদের মধ্যে দেশপ্রেম আছে। দেশের প্রয়োজনে অনেক কিছু করতে এখনো মনে চায়। কিন্তু বয়সের কারণে অনেক কিছু করতে পারি না।

দেশের প্রতি ভালোবাসা থেকে যে তরুণরা একাত্তরে জীবনের ঝুঁকি নিয়েছিলেন তাদের সম্মান জানাতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগ নিতে হবে।

‎বিজয় মাসের প্রথম দিন ‘মুক্তিযোদ্ধা দিবস’ উপলক্ষে সিদ্ধিরগঞ্জের হলি উইলস স্কুল আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সোমবার দুপুরে গিয়াস উদ্দিন ইসলামী মডেল কলেজে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক গোলাম সারোয়ার সাঈদ।

‎এছাড়া উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ দৈনিক অগ্রবানীর সম্পাদক মোঃ হারুন অর রশিদ চৌধুরী স্বপন, অনলাইন নিউজ পোর্টাল নারায়ণগঞ্জ ভয়েস ডট কমের নির্বাহী সম্পাদক কাওসার মাহমুদ।

‎অনুষ্ঠানে  সম্মাননাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধারা হলেন- ‎মো. শফিউদ্দিন, আবদুল আজিজ দেওয়ান, মিজানুর রহমান, তারক চন্দ্র বাড়ই ও মো. শহীদুল্লাহ। ‎হলি উইলস স্কুল ১৫ বছর ধরে ‘মুক্তিযোদ্ধা দিবসে’ মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করে থাকে। যাতে নতুন প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়।