নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১১ মে ২০২৫

সরকারের দু:শাসন থেকে দেশের মানুষকে মুক্ত করবো : টিপু

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৫৯, ২৮ মে ২০২৩

সরকারের দু:শাসন থেকে দেশের মানুষকে মুক্ত করবো : টিপু

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেছেন, আপনারা কি খালেদা জিয়াকে মুক্ত করতে প্রস্তুত আছেন, আপনারা কি তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে প্রস্তুত আছেন, আপনারা কি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হতে প্রস্তুত আছেন, যদি প্রস্তুত থাকেন তাহলে আগামী ঈদের পরে সরকার পতনের আন্দোলনে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো। এই সরকারের দু:শাসন থেকে দেশের মানুষকে মুক্ত করবো।


রবিবার (২৮ মে) বিকেলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচির পূর্বে বন্দর শহীদ মিনারে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে রাখতে গিয়ে তিনি এসব কথা গুলো বলেন।


নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু'র সঞ্চালনায় পদযাত্রা কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ূন কবির, মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু,  সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, এড. আনোয়ার প্রধান, মাহমুদুর রহমান, হাবিবুর রহমান দুলাল, বরকত উল্লাহ, শাহিন আহমেদ, কামরুল হাসান চুন্নু সাউদ, মাকিদ মোস্তাকিম শিপলু, কেন্দ্রীয়  যুবদলের সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর, মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, যুগ্ম আহ্বায়ক শাহেদ আহমেদ, বন্দর থানা বিএনপি'র আহ্বায়ক নুর মোহাম্মদ পনেছ, সদস্য সচিব নাজমুল হক রানা, বন্দর উপজেলা বিএনপির আহ্বায়ক মাজহারুল ইসলাম হিরণ, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন শিশির, হারুন উর রশিদ লিটন, শাহাদুল্লাহ মুকুল, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সেলিম, চঞ্চল মাহমুদ, নাজমুল হক, নজরুল ইসলাম সরদার, আল আমিন প্রধান, সদস্য আবুল হোসেন রিপন, বন্দর থানা বিএনপি'র আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান বাদল, ইকবাল হোসেন, নাছির উল্লাহ্ টিপু, সোহেল খান বাবুসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
 

সম্পর্কিত বিষয়: