নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২৯ এপ্রিল ২০২৪

আলেমদের কারাগারে রেখে নির্বাচন হতে দেওয়া হবে না : উলামা পরিষদ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:২৩, ১১ আগস্ট ২০২৩

আলেমদের কারাগারে রেখে নির্বাচন হতে দেওয়া হবে না : উলামা পরিষদ

আল্লামা মামুনুল হক ও মুফতী মনির হুসাইন কাসেমীসহ সকল কারাবন্দী আলেমদের মুক্তি ও রাষ্ট্রিয়ভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষনা এবং ২০১৩ ও ২০২১ সালের আলেম ওলামা তৌহিদী জনতার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মহানগর উলামা পরিষদের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 


শুক্রবার (১১ আগস্ট) বিকালে নারায়ণগঞ্জ চাষাড়া  কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মহানগর উলামা পরিষদের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 


নারায়ণগঞ্জ মহানগর উলামা পরিষদের সভাপতি  মাওলানা ফেরদাউসুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুপুর পীর স সাহেব আল্লামা আব্দুল হামিদ।  


সমাবেশে বক্তারা বলেন, সরকার মনে করেছে আমাদের নেতৃবৃন্দগণকে জেলজুলুম করিয়ে তারা ক্ষমতায় টিকে থাকবে। প্রয়োজনে আরো একটি শাপল চত্ত্বর কায়েম করে সরকারকে দাবী মানতে বাধ্য করা হবে। আগামীতে আর কোন আপস চলবে না, কোন ধরনের ছাড় দেওয়া হবে না। 


আলেমদের কারাগারে রেখে দেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না। আমাদের ধারাবাহিক আন্দোলন শুরু হয়েছে। এ আন্দোলন অব্যাহত রাখব। আলেমদের মুক্তি না দিলে প্রয়োজনে সরকারের শীর্ষ মহলকে আগামীতে কারাগারে থাকতে হবে। কারাগারের ভেতরটা কেমন কত কষ্ঠদায়ক তা তারা জানে না। যেদিন সরকারের মন্ত্রীরা কারাগারে যাবে সেদিন ঠিক বুঝবে কতটা কষ্টোদায়ক। 


তারা আরও বলেন, দেশে প্রয়োজনীয় নিত্যপূর্ণ দাম ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ আজ হতাশ। নির্বাচন এলে আপনারা তসবি - টুপি লাগিয়ে মুন্সি হয়ে ভোট প্রার্থনা করেন। এ করবেন সে করবেন মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেন। জাতীয়পার্টির, বিএনপি, আওয়ামীলীগ তাদেরকে আমরা দেখেছি তসবি - টুপি নিয়ে পাক্কা মুন্সি হয়ে যায়। আর আমরা হাদিস - সুন্নাহ কথা বলি। 


দেশের মানুষের সার্থে কথা বলি তাতে আপনাদের ক্ষতি হয়ে যায়। আমাদের নেতৃবৃন্দদের মিথ্যা মামলা দিয়ে জেলে জেলে ভরে দেন। সকল আলেম গণকে কারামুক্ত করতে হবে। মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে সরকারকে ২৪ ঘন্টা সময় দেওয়া হল এর মধ্যে ছাড়া নাহলে কঠোর আন্দোলন করব। 


সঞ্চলনায় ছিলেন মহানগর উলামা পরিষদের সাধারণ সম্পাদক হারুনউর রশিদ,পীর সাহেব ডিআইটি মসজিদের ইমাম ও খতিব আল্লামা আব্দুল আউয়াল,প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা জুনায়েদ আল হাবীব,বিষেশ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা মাহফুজুল হক এসময় আরোও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় উলামা পরিষদের প্রচার সাম্পাদক মাওলানা আজিজুর হক ইসলামীবাদী এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ওলামা পরিষদের সহ-সভাপতি মাওলানা কামাল উদ্দিন দায়েমী, সহ যুগ্ম সম্পাদক মাওলানা মনোয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর আহম্মদ উল্লাহ, মাহমুদুল হাসান কাসেমী সহ সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক তাইজুল ইসলাম আব্বাস সহ মাওলানা জমীর উদ্দিন ফারুকী, মাওলানা রুহুল আমীন, মাওলানা জসিম উদ্দিন আল হাবীব, মাওলানা আল-আমীন, মাওলানা আবদুল্লাহ, মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা সাজেদুর রহমান মাওলানা নাসির উদ্দীন সহ অসংখ্য নেতৃবৃন্দ।