নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, শেখ হাসিনা গত ১৬ বছর এই দেশকে শোষণ করে মানুষের ভোটের অধিকারকে হরণ করেছিল। শুধু মানুষের ভোটার অধিকারী হরণ করে নাই এই দেশ থেকে ১৮ হাজার কোটি টাকা লুটেপুটে দুর্নীতি ও পাচার করেছে।
গুম, খুন ও হত্যা, নির্যাতন এবং বিরোধী দলকে দমনসহ সকল অপকর্মের মাধ্যমে শেখ হাসিনা বিশ্বের মাধ্যমে এক নাম্বার স্বৈরশাসক হিসেবে পরিচিতি পেয়েছে। সেই স্বৈরাচারী শেখ হাসিনার গত পাঁচই আগস্ট নির্মম পতন ঘটেছে।
আর এই ছাত্র-জনতার আন্দোলনের সবচেয়ে বিপ্লবী ভূমিকা পালন করেছেন আমাদের এই ছাত্র সমাজ। ছাত্রজনতার বিপ্লব শুধু কিন্তু শেখ হাসিনাকে পতনের জন্য নয় বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করার জন্য এবং জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য এবং খুন, গুম এবং দুর্নীতি বন্ধ করার জন্য জন্য কিন্তু ছাত্র জনতা এ আন্দোলন সংগ্রাম করে খুনি হাসিনাকে পতন ঘটিয়েছে।
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা এবং ছাত্র-জনতার আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় গোগনগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও নেওয়াজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা গুলো বলেন।
শুক্রবার ( ২৩ আগস্ট ) বাদ আছর গোগনগর ইউনিয়নের সৈয়দপুর শীতালক্ষা ব্রীজের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি বলেন, ছাত্র জনতার বিপ্লবের পরে শেখ হাসিনার পতনের পরপর কিছু সুবিধাবাদী লোকেরা বেশ পাল্টিয়ে নিজে স্বার্থে হাসিল করতে চাচ্ছে। আর যারা এই স্বার্থ হাসিল করতে চায় তারা কিন্তু কোন দলের হতে পারে না। তারা হলো দুষ্কৃতিকারী লুটেরা ও সন্ত্রাসী। তাদের সাথে বিএনপি কিংবা এদেশের কোন মানুষের সঙ্গে সম্পর্ক থাকতে পারে না।
বিএনপি একটি বৃহৎ জনপ্রিয় রাজনৈতিক দল। যদি কেউ দলের নাম ভাঙিয়ে দখল, টেন্ডারবাজি, চাঁদাবাজি ও লুটপাট এবং কারোও ব্যবসা-বাণিজ্য দখল চেষ্টা করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার পাশাপাশি তাদেরকে আইনের হাতে তুলে দেয়া হবে। সুতরাংকে দলের নাম বিক্রি করে দখল চাঁদাবাজি, টেন্ডারবাজি করার চেষ্টা করবেন না।
তিনি আরও বলেন, আমরা কিন্তু এখনো ক্ষমতায় আসি নাই। এখন একটি অন্তবর্তী কালি সরকার রয়েছে। বিশ্বের বুকে যিনি সুপরিচিত বাংলাদেশের মর্যাদাকে বৃদ্ধি করেছে সেই নোবেল বিজয়ী ড.মুহাম্মদ ইউনুস সাবকে এই সরকারের প্রধান উপদেষ্টা করা হয়েছে।
এই অন্তবর্তী কালীন সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। যাতে করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নাগালের মধ্যে আসতে পারে ভোটের পরিবেশ তৈরি করতে পারে। এবং নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে ইচ্ছে তাকে যেন ভোট দিতে পারে তার জন্য এই অন্তবর্তী সরকারকে আপনাদেরকে সহযোগিতা করতে হবে।
এসময়ে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা এবং ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় এবং বন্যাকবলিত মানুষের জন্য দোয়া পরিচালনা করা হয়।
গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজী'র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড.সাখাওয়াত হোসেন খান ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ডা. মজিবুর রহমান, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সদর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম সরদার, আলমগীর হোসেন চঞ্চল।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, গোগনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি কবির হোসেন শিকদার, সহ- সাধারণ সম্পাদক রহমত উল্লাহ ফকির, সাবেক সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, গোগনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রাসেল আহমেদ মন্টু, সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহিদ ইসতিয়াক শিকদার, বিএনপি নেতা জামাল হোসেন, আব্দুল লতিফ, কবির হোসেন।