নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪

বন্দরে স্কুলভিত্তিক বালক-বালিকাদের দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০০:২৬, ৬ ডিসেম্বর ২০২১

বন্দরে স্কুলভিত্তিক বালক-বালিকাদের দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ৩ দিনব্যাপী স্কুলভিত্তিক দাবা প্রতিযোগিতার পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ ডিসেম্বর) সকালে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হল রুমে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।


 প্রতিযোগিতায় স্কুল মাদ্রাসাসহ মোট ৪টি প্রতিষ্ঠানের ৪০ জন বালক-বালিকা অংশগ্রহণ করে। বালকদলের মধ্যে আমিনুল ইসলাম এবং বালিকা দলের মধ্যে মেহেরুননেছা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
প্রতিযোগিতার পুরস্কার ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মো. নাজিম উদ্দিন ভূঁইয়া।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. নাজিমউদ্দিন।


জেলা ক্রীড়া অফিসার নাজিমউদ্দিন ভূঁইয়া জানান, ক্রীড়া পরিদপ্তর প্রনীত বার্ষিক ক্রীড়া কর্মসূচি এবং জেলা ক্রীড়া অফিস নারায়ণগঞ্জ এর আয়োজনে ২০২১-২০২২ অর্থ বছরের তিন দিনব্যাপী দাবা প্রতিযোগিতা নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। 
 

সম্পর্কিত বিষয়: