নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১০ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ২য় বিভাগ বাছাই ক্রিকেট লীগ শুরু 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৬:৪২, ১৯ মার্চ ২০২৪

নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ২য় বিভাগ বাছাই ক্রিকেট লীগ শুরু 

নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ২য় বিভাগ বাছাই ক্রিকেট লীগ শুরু হয়েছে।  মঙ্গলবার (১৯ মার্চ) একেএম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স ক্রিকেট গ্রাউন্ডে এ ক্রিকেট লীগ শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে লীগ উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মোঃ ইব্রাহিম চেঙ্গিস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মোস্তফা কাওছার।  

ক্রিকেট উপকমিটির  যুগ্ম কনভেনার খোরশেদ আলম নাসিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন শাহীন, সদস্য, ফিরোজ মাহমুদ সামা, মাহবুব হোসেন বিজন, সুমন ভুইয়া, ডিষ্ট্রিক ক্রিকেট কোচ জিয়াউল হক জিয়া প্রমুখ। 

জেলার ১২ টি ক্লাব এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনের খেলায় নিয়াজ ক্রিকেট একাদশ ৬ উইকেটে প্রাইম রাইজিং ক্রিকেট একাদশকে পরাজিত করেছে। 

প্রাইম রাইজিং প্রথমে ব্যাট করতে নেমে ৪০ ওভারে ১৫১ রান তোলে ৯ উইকেটে। দলের পক্ষে আয়ান-৩৮,পার্থিব-৩১ রান করেন। নিয়াজ ক্রিকেটের গোপাল পান ৪ উইকেট। 

জবাব দিতে গিয়ে ৪ উইকেট হারিয়ে ১৫২ রান তুলে বিজয়ের বেশে মাঠ ছাড়ে নিয়াজ ক্রিকেট একাদশ। দলের পক্ষে গোপাল করেন ৫৮, নাহিয়ান-২৯, সিমান্ত-১৯ রান করেন। প্রাইম রাইজিংয়ের আবেদ সারোয়ার পান ২ উইকেট।
 

সম্পর্কিত বিষয়: