
নারায়ণগঞ্জে ২য় বিভাগ বাছাই ক্রিকেট লীগ ২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ এপ্রিল) একেএম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স ক্রিকেট গ্রাউন্ডে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় সোনারগাঁ শেখ রাসেল স্পোর্টিং ক্লাব ৭০ রানে খানপুর ক্রিকেট একাডেমীকে পরাজিত করে চ্যাম্পিয়ণ হবার গৌরব লাভ করেছে। তারা আাগামী মেওসুমে ২য় বিভাগ ক্রিকেট লীগে খেলার যোগ্যতা অর্জন করেছে।
টস জিতে প্রথমে ব্যাট করে সোনারগাঁ ১৯৩ রান তোলে ৪০ ওভারে। বিজয়ী দলের রিনাদ ৩৭, সাকিব ৩০ ও শিহাব ৫০, আমির ৩২, মোশাররফ ১৭ রান করেন। খানপুরের মুকিত ৩টি ও সিয়াম ২ উইকেট পান।
জবাব দিতে গিয়ে খানপুর ক্রিকেট একাডেমী ১২৩ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে হাসান বিজয় ৩৪,মুকিত-১৬,নিহাল ১১,আরাফাত আবির ২১ রান করেন। সোনারগাঁ দলের রিনাদ ৪ টি ও মোশারফ ৩ উইকেট পান।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক তানভীর আহমেদ টিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিঃ সাঃসম্পাদক জাকির হোসেন শাহীন।
ক্রিকেট উপকমিটির আহ্বায়ক ফারুক বিন ইউসুফ পাপ্পুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক খোরশেদ আালম নাসির,কার্যকরী সদস্য মোঃ আসলাম,আতাউর রহমান মিলন,ফিরোজ মাহমুদ সামা,ডা.রাকিবুল ইসলাম শ্যামল,সুমন ভুইয়া,ডিস্ট্রিক কোচ জিয়াউল হক জিয়া প্রমুখ।