নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৪ মে ২০২৪

নাসিক এলাকায় ১ লাখ ৩১ হাজার ৬৩০ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:৫১, ১১ ডিসেম্বর ২০২৩

নাসিক এলাকায় ১ লাখ ৩১ হাজার ৬৩০ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

মঙ্গলবার (১২ ডিসেম্বর ) দিনব্যাপী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ১ লাখ ৩১ হাজার ৬৩০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্র নির্ধারন করা হয়েছে।  এদিন ৬-১১ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

সোমবার (১১ ডিসেম্বর ) সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সম্মেলন কক্ষে এক কর্মশালায় সাংবাদিকদের এই তথ্য জানানো হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন, মেডিকেল অফিসার ডা. শেখ মোস্তফা আলীসহ স্থানীয় ও জাতীয় গনমাধ্যমকর্মীরা।

 

কর্মশালায় আরও জানানো হয়, সিটি কর্পোরেশন এলাকায় ৩৪০টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ২২ হাজার ১৪৮ জন শিশু  ও ১২-৫৯ মাস বয়সী ১লাখ ৯ হাজার ৪৮২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। 

 

প্রতিটি কেন্দ্রে ২ জন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী শিক্ষক ও স্বেচ্ছাসেবকের মাধ্যমে এ ক্যাম্পেইন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।