নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১৩ জুলাই ২০২৫

নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের সাথে সারজিস আলমের মতবিনিময়  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:১১, ৯ অক্টোবর ২০২৪

নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের সাথে সারজিস আলমের মতবিনিময়  

নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম।

বুধবার (৯ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের মাসদাইরে বাংলা ভবন কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় করেন তিনি। এসময় শিক্ষার্থীদের নানা মতামত ও তাদের অভিযোগ শোনেন সারজিস। 

পরে আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারীদের তালিকা করে, কে কোথায় আন্দোলনে সক্রিয় ছিল তা প্রত্যেকের কাছে ফরম দিয়ে সেটি পূরণ করে নিয়ে যান তিনি।

এতে কেন্দ্রীয় সমন্বয়করা ছাড়াও নারায়ণগঞ্জে আন্দোলনে অংশ নেয়া বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেন ও খোলামেলাভাবে কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।