
গত বছরের ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের দিন রাত সাড়ে ৮টায় নারায়ণগঞ্জ ক্লাবে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা হয়েছে। ১৩ মে রাতে ক্লাবের সুপারভাইজার রঞ্জন কুমার রায় সুমন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৪৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫০ জনকে আসামি করা হয়।
মামলার আসামিরা হলেন:
১। একেএম সেলিম ওসমান (৭০), পিতা- মৃত একেএম সামসুজ্জোহা, সাং- হীরা মহল, রামবাবুর পুকুরপাড়, উত্তর চাষাঢ়া, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ,
২। একেএম শামিম ওসমান (৬৪), পিতা- মৃত একেএম সামসুজ্জোহা, সাং- হীরা মহল, রামবাবুর পুকুরপাড়, উত্তর চাষাঢ়া, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ,
৩। তানভীর আহমেদ টিটু (৫১), পিতা- সাইফুদিন আহমেদ, সাং- ১ নিউ চাষাঢ়া, হাজী হায়দার আলী রোড, জামতলা, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ,
৪। খবির আহমেদ (৭৮), পিতা- মৃত ইয়াকুব আলী, সাং-৯৬, ২নং বাবুরাইল, থানা ও জেলা- নারায়ণগঞ্জ,
৫। আসিফ হাসান মাহমুদ মানু (৫৪), পিতা- মৃত আসফাক হাসান মাহমুদ, সাং- ৪২ উত্তর চাষাঢ়া, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ,
৬। শাহ্ নিজাম (৫৬), পিতা- মৃত নুর উদ্দিন সরকার, সাং-উত্তর চাষাঢ়া, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ,
৭। ফয়েজউদ্দিন আহমেদ লাভলু (৬৫), পিতা- মৃত মহিউদ্দিন আহমেদ খোকা, সাং- মাসদাইর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ,
৮। মোঃ আরমান হোসেন জুয়েল (৬২), পিতা- মৃত আসাদ আলী, সাং- ১২/৫, দাঙ্গা হাঙ্গামা করিয়া ভূইয়ার বাগ, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ,
৯। লিয়াকত হোসেন খোকা (৬২), পিতা- মৃত আইউব আলী, সাং- ৫৮ কেবি সাহা , আমলাপাড়া, থানা ও জেলা- নারায়ণগঞ্জ,
১০। আজমেরী ওসমান (৪৯), পিতা- মৃত একেএম নাসিম ওসমান, সাং- হীরা মহল, উত্তর চাষাঢ়া, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ,
১১। জাকিরুল আলম হেলাল (৫৮), পিতা- মৃত আব্দুল আওয়াল চুরি করে করার ভূঁইয়া, সর্ব সাং- ৬৯/২, উত্তর চাষাঢ়া, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ,
১২। মোঃ শাহদাৎ হোসেন ভূঁইয়া সাজনু (৫৫), পিতা- মৃত জালাসউদ্দিন আহমেদ (৭২), পিতা- মৃত সোহার উদ্দিন (সোনামিয়া), সাং- কলাবাগ, সিদ্ধিরগঞ্জ বাজার, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ,
১৩। চন্দন শীল (৬৩), পিতা-রাজন্দ্র নারায়ণ শীল, সাং-২৫ নতুন চাষাড়া (হামিদ ভিলা), নারায়ণগঞ্জ।
১৪। জালাল উদ্দিন আহমেদ (৭২), পিতা-সোহার উদ্দিন (সোনামিয়া), কলাবাগ, সিদ্ধিরগঞ্জ, জেলা নারায়ণগঞ্জ।
১৫। খোকন সাহা (৫৭), পিতা- মৃত দীজেন্দ্র সাহা, সাং- ডিএন রোড, গোয়ালপাড়া, থানা ও জেলা নারায়ণগঞ্জ,
১৬। মোঃ হাসান ফেরদৌস জুয়েল (৫৬), পিতা- মৃত ফোরকান মোল্লা, সাং- ২৩ আল্লামা ইকবাল রোড (রাজ্জাক টাওয়ার), নারায়ণগঞ্জ,
১৭। লিটন সাহা (৫৫), পিতা- মৃত হরিপদ সাহা, সাং- ১৪ এস এম মালেহ রোড, টানবাজার, থানা ও জেলা- নারায়ণগঞ্জ,
১৮। বিপ্লব সাহা রামু (৪৮), পিতা- মৃত হরিপদ সাহা, সাং- ১৪ এস এম মালেহ রোড, টানবাজার, থানা ও জেলা নারায়ণগঞ্জ,
১৯। এস এম রানা (৪৬), পিতা- কমল সরদার, সাং- ৩২ সুলতান গিয়াসউদ্দিন রোড, শীতলক্ষা, থানা ও জেলা-নারায়ণগঞ্জ,
২০। ইমতিনান ওসমান অয়ন (৩৭), পিতা- একেএম শামিম ওসমান, সাং-হীরা মহল, উত্তর চাষাঢ়া, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ,
২১। মোঃ সানাউল্লাহ (৬৩) পিতা- মৃত সফি উল্লাহ, সাং-৪৪/৯ উত্তর চাষাঢ়া, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ,
২২। এ এম মোস্তফা কামাল (৬৫), পিতা- মৃত আলহাজ্ব এএম আব্দুল হামিদ, সাং-৪৬/৭ নিউ চাষাঢ়া, জামতলা, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ,
২৩। কামরুল হাসান মুন্না (৫২), পিতা- আমির হোসেন, সাং- ১১৭নলুয়া পাড়া, শীতলক্ষা, থানা ও জেলা-নারায়ণগঞ্জ,
২৪। এম মাসুদ-উর-রউফ (৬৯), পিতা- মৃত এম এ রহমান, সাং-৮ আলম খান লেন, থানা ও জেলা- নারায়ণগঞ্জ,
২৫। মিজানুর রহমান মিজান (৬১), পিতা-আলহাজ্ব সাহাবুদ্দিন মিয়া, সাং- ৫৫/১-এ এস এম মালেহ রোড (ফারজানা টাওয়ার), টানবাজার, থানা ও জেলা- নারায়ণগঞ্জ,
২৬। শংকর কুমার রায় (৬১), পিতা- শীতল রায়, সাং- ২০৭/৩ বঙ্গবন্ধু সড়ক, চাষাঢ়া, থানা ও জেলা- নারায়ণগঞ্জ,
২৭। ফাইজুল ইসলাম (৫৫), পিতা- মৃত আব্দুল মজিদ, সাং-কাইমপুর, থানা- ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ,
২৮। মোহাম্মদ মহসিন মিয়া (৫২), পিতা- মহিন মিস্ত্রি, সাং-সুচিয়ারবন্ধ, পোঃ- মদনগঞ্জ, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ,
২৯। মীর সোহেল (৫৫), পিতা- মৃত মীর মোজাম্মেল আলী, সাং- লালপুর, থানা- ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ,
৩০। এস এম ওয়াজেদ আলী খোকন (৬২), পিতা- মৃত সাদাত আলী মিয়া, সাং- ৩৫ কলেজ রোড (চাষাঢ়া বালুর মাঠ), নারায়ণগঞ্জ,
৩১। আবু হাসনাত শহীদ বাদল (৬৪), পিতা-মোঃ কেরামত আলী, সাং- ১০/১, আল্লামা ইকবাল রোড, নারায়ণগঞ্জ,
৩২। জসিমউদ্দিন (৫৬), পিতা- মৃত মোঃ নুরুদ্দিন, সাং-সর্দারপাড়া, খানপুর, থানা ও জেলা- নারায়ণগঞ্জ,
৩৩। আলহাজ্ব মোঃ আবুল হোসেন (৬৬), পিতা-মৃত কালু মিয়া, সাং- ৪০৫ পশ্চিম মাসদাইর, রিফাত রিজেনসি (জাপানী বাড়ি), থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ,
৩৪। মোঃ জাহাঙ্গীর আলম (৫৮), পিতা- হাজী মোঃ রহমত উল্লাহ, সাং- শুভকরদি, কলাগাছিয়া, পোঃ মদনগঞ্জ, থানা-বন্দর, জেলা- নারায়ণগঞ্জ,
৩৫। মোঃ আদনান কবির (৩৮), পিতা- কবিরুল ইসলাম, সাং- ৬/২ নিউ জামতলা, থানা- ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ,
৩৬। কবির হোসেন (৫৫), পিতা- মৃত আমানউল্লাহ, সাং- তুলারাম মোড়, শীতলক্ষা, তামাকপটি, থানা ও জেলা-নারায়ণগঞ্জ,
৩৭। মোঃ আঃ করিম বাবু ওরফে ডিশ বাবু (৫৩), পিতা- মৃত মোঃ আব্দুল গফুর, সাং- আমিনা মঞ্জিল, পাইকপাড়া, থানা ও জেলা- নারায়ণগঞ্জ,
৩৮। মোঃ রিয়ন (২৮), পিতা- মোঃ আঃ করিম বাবু, সাং- আমিনা মঞ্জিল, পাইকপাড়া, থানা ও জেলা- নারায়ণগঞ্জ,
৩৯। মিনহাজ উদ্দিন আহমেদ ভিকি (৩৭), পিতা-ফয়েজউদ্দিন আহমেদ লাভলু (৬৫), সাং- মাসদাইর, থানা- ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ,
৪০। আব্দুল জাব্বার (৫৭), পিতা- মৃত মোঃ খলিল দালাল, সাং- কালীন্দিপাড়া, পোঃ রিকাবীবাজার, থানা ও জেলা-মুন্সীগঞ্জ,
৪১। মইনুল হাসান বাপ্পি (৫১), পিতা- মৃত এম এ মালেক, সাং-নতুন-১৫/১, পুরাতন ২৩ নিউ চাষাঢ়া, জামতলা, থানা-ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ,
৪২। এহসানুল হক নিপু (৪৮), পিতা- মৃত একলাছ উদ্দিন আহমেদ, সাং- ১৩/১ শের এ বাংলা সড়ক, মাসদাইর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ,
৪৩। অনুপ কুমার সাহা (৬২), পিতা- রবি সাহা, সাং- উত্তর চাষানে, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ,
৪৪। আব্দুল কাদির (৬৬), সভাপতি, নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগ, সাং- সন্তাপুর (ডাক্তার বাড়ী), থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ,
৪৫। দেবদাস সাহা (৬৩), পিতা- মৃত রাখাল চন্দ্র সাহা, সাং- ৩৭ এস এম মালেহ্ রোড, টানবাজার, থানা ও জেলা- নারায়ণগঞ্জ,
৪৬। সোহাগ রনি (৪০), পিতা- শাহ জামাল তোতা, সাং- ১/১ শের এ বাংলা রোড (এন এস টাওয়ার), মাসদাইর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জসহ অজ্ঞাতনামা ১০০/১৫০ জন।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মর্তা নাছির আহমেদ বলেন, মামলা গ্রহন করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
আরও পড়ুন:নারায়ণগঞ্জ ক্লাব ইস্যু : ১৯৬ আসামির বিরুদ্ধে বাদীর যা অভিযোগ