নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৩ ডিসেম্বর ২০২৫

প্রাথমিকে বৃত্তি পেয়েছে সাংবাদিক পুত্র সানভী 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৪:০৫, ৫ মার্চ ২০২৩

প্রাথমিকে বৃত্তি পেয়েছে সাংবাদিক পুত্র সানভী 

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২২ এ অংশগ্রহণ করে স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমি থেকে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে সাংবাদিক মেহেদী মনজুর বকুলের  পুত্র মোঃ রিয়াসাদ মনজুর সানভী।


সে বিপি নিউজের সিনিয়র রিপোর্টার মো. মেহেদী মনজুর (বকুল) ও গৃহিনী হুমায়রা নাজনীনের বড় ছেলে। তার বৃত্তি রোল নং-১৭৭। রিয়াসাদ মনজুর সানভী বর্তমানে ঢাকার ফার্মগেটে অবস্থিত নিউ মডেল হাইস্কুলে ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যায়নরত।


সে ভবিষ্যতে উচ্চ শিক্ষা অর্জন করে পাইলট হয়ে দেশের নাম উজ্জ্বল করতে চায়। সানভীর স্বপ্ন পূরণে তার বাবা-মা ও পরিবারের সকলে দেশবাসীর কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।
 

সম্পর্কিত বিষয়: