নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২৮ জুলাই ২০২৫

ফতুল্লার কায়েমপুরে মাওলানা আবদুল জব্বারের গণসংযোগ 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:০০, ২৭ জুলাই ২০২৫

ফতুল্লার কায়েমপুরে মাওলানা আবদুল জব্বারের গণসংযোগ 

ফতুল্লা উত্তর কায়েমপুর, ফকিরা গার্মেন্টস, ওয়াপদারপুল এলাকায় গণসংযোগ করেন নারায়ণগঞ্জ ৪ আসনের জামায়াতের সংসদ সদস্য মনোনীত প্রার্থী মাওলানা আবদুল জব্বার।  রবিবার {২৭ জুলাই} বাদ মাগরিব তিনি এ গণসংযোগ করেন।

গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন দেশের সাধারণ জনগণ নতুন করে আর কোন স্বৈরাচার দেখতে চায়না। চব্বিশের আন্দোলনে ছাত্র-জনতা আমাদের দেখিয়ে দিয়েছে স্বৈরাচারীদের কিভাবে বিদায় করতে হয়।

অতএব ভোট চুরি, আর দখলদারিত্ব এই বাংলার জমিনে আর হতে দিবেনা দেশের জনগন। এসময় তিনি আরো বলেন আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নে আমাদের সংগ্রাম চলবেই ইনশাআল্লাহ। 

এসময় মহানগরী জামায়াতের কর্ম পরিষদ সদস্য মুহাম্মদ জাকির হোসাইনের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন থানা আমীর আবুল কালাম আজাদ, সেক্রেটারি আবদুর রহিম, সহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিগন।