নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৯ নভেম্বর ২০২৫

নাসিক ৬নং ওয়ার্ডে মান্নানের গণসংযোগ ও লিফলেট বিতরণ 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৩৯, ১৮ নভেম্বর ২০২৫

নাসিক ৬নং ওয়ার্ডে মান্নানের গণসংযোগ ও লিফলেট বিতরণ 

 ‎বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী  আজহারুল ইসলাম মানান্ন সিদ্ধিরগঞ্জে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। 

‎‎মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এসও, বার্মাষ্ট্যান্ড সহ বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের নিয়ে তিনি এ কর্মসূচি পালন করেন। 

‎‎গণসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সাধারণ মানুষের কাছে ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করেন এবং তাদের হাতে লিফলেট তুলে দেন। এছাড়া রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করেন।

‎অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাঁতীদলের কেন্দ্রীয় সদস্য সচিব মুজিবুর রহমান, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁও উপজেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু সহ উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য বিএম ডালিম, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার, সদস্য সচিব রেদোয়ান রহমান পাপ্পু, নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফউদ্দীন মাহামুদ ফয়সাল, মহানগর যুবদলের সদস্য আরমান হোসেন, আশিকুর রহমান অনি, মাকসুদুর রহমান শাকিল, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহমেদ হুমায়ুন কবির, নুরুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের আহ্বায়ক জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক সবুজ খান, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল নেতা সিফাতুর রহমান রাজু, তন্ময়, জুবায়ের, থানা যুবদল নেতা আরাফাত রহমানসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী।