গণভোট-২০২৬ সংক্রান্ত সচেতনতা মূলক সভায় মৎস ও প্রানী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, দেশ পুনরুদ্ধার ও ফ্যাসিস্ট নির্মূলে এবারের জাতীয় সংসদ নির্বাচনে সকলে হ্যাঁ ভোট দিবেন। একটি অপশক্তির হীন মানসিকতার পরিবর্তন ঘটাতে এই হ্যাঁ ভোট ইতিবাচক ভূমিকা পালন করতে পারে।
বুধবার (২১ জানুয়ারি) বিকালে জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সদর এর আয়োজনে ভূইঘর বাসস্ট্যান্ড কাজিপাড়া মাঠে এই গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সভায় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, এবারের নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে তাৎপর্যপূর্ণ নির্বাচন হবে। এবারের গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে ফ্যাসিস্ট আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। তাই ফ্যাসিস্ট নিমূলে আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন।
এ নির্বাচনে দুটি ব্যালট পেপার থাকবে। একটি সাদা, অন্যটি গোলাপি। সাদা ব্যালট পেপারের মাধ্যমে সবাই পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। গোলাপি রঙের ব্যালটে জুলাই সনদের পক্ষে-বিপক্ষে ভোট দেয়ার সুযোগ আছে।
জুলাই বিপ্লবের চেতনাকে প্রতিষ্ঠিত করার দায়বদ্ধতা থেকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানে জনসচেতনতা তৈরি করতে আহব্বান জানাতে হবে।
উপদেষ্টা বলেন, মনে রাখবেন দেশের চাবি আপনার হাতে। অতীতে আমরা দেখেছি সরকারি দল ইচ্ছেমতো সংবিধান পরিবর্তন করেছেন। কিন্তু গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে থাকলে আগামীতে কোনো সরকার দলের প্রয়োজনে সংবিধান পরিবর্তন করতে পারবে না।
সংবিধানের মৌলিক কোনো পরিবর্তন করার প্রয়োজন হলে গণভোট আবশ্যক হবে। এসময় সকলে হ্যাঁ ভোটের পক্ষে সকলে সমর্থন জানান। পরে মৎস ও প্রানী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার উপস্থিত নেতৃবৃন্দদের হাতে লিফলেট বিতরণ করেন।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির এর সভাপতিত্বে গণভোট-২০২৬ সংক্রান্ত সচেতনতা মূলক সভায় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী অফিসার এসএম ফয়েজ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, সহকারী কমিশনার (ভূমি) ফতুল্লা মোহাম্মদ আসাদুজ্জামান নূর, উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেল সহ প্রশাসনিক, সামাজিক ও স্হানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


































