নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২৩ ডিসেম্বর ২০২৫

মাসুদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, না’গঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের নিন্দা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:১৫, ১৬ মে ২০২৩

মাসুদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, না’গঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের নিন্দা

সিনিয়র সাংবাদিক জনাব আবু সাউদ মাসুদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানায় নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন তীব্র নিন্দা জানিয়ে গ্রেপ্তারি আদেশ প্রত্যাহারের দাবি করেছে। আবু সাউদ মাসুদ নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান কার্যকরী পরিষদের সদস্য। 


মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেছেন, সংবাদ পত্র ও সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা করে সাংবাদিকদের কন্ঠরোধ করা যাবে না। 


আবু সাউদ মাসুদ একজন সিনিয়র সাংবাদিক এবং তাঁর সম্পাদনায় ও প্রকাশনায় দৈনিক সোজা সাপটা নারায়ণগঞ্জের একটি বহুল  প্রচারিত দৈনিক। তাই এ ধরনের হয়রানীমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবী জানাচ্ছি।