নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৯ মে ২০২৫

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সাংবাদিক তোফাজ্জলকে সম্মাননা স্মারক প্রদান

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৫৬, ২৫ মে ২০২৫

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সাংবাদিক তোফাজ্জলকে সম্মাননা স্মারক প্রদান

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরপ আলোকিত শীতলক্ষ্যার সম্পাদক সিদ্ধিরগঞ্জের বাসিন্দা মো. তোফাজ্জল হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

শনিবার বিকালে রাজধানী ঢাকার শিশু কল্যাণ পরিষদ সেমিনার হলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নজরুলের সৈনিক জীবন, বিদ্রোহী কবিতার প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভা, কবিতাপাঠ ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে সাংবাদিক তোফাজ্জল হোসেনকে এ সম্মাননা প্রদান করা হয়।

জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি (জাপমাস) এর চেয়ারম্যান ও কবি, সাংবাদিক ও প্রাবন্ধিক আতিক আজিজের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাহাঙ্গীরনগর বিশ্ব বিদ্যালয়ের সাবেক উপচার্য অধ্যাপক ড. জসিম উদ্দিন আহমেদ।

এসময় কবি, সাংবাদিক, সাংস্কৃতিক ও মানবাধিকার কর্মী, রাজনৈতিক ব্যক্তিত্বসহ গুনিজনদেরকে বিভিন্ন অবধানের স্বীকৃতি স্বরূপ সংবর্ধনা প্রদান করেন অনষ্ঠানের প্রধান অতিথি জাহাঙ্গীরনগর বিশ্ব বিদ্যালয়ের সাবেক উপচার্য অধ্যাপক ড. জসিম উদ্দিন আহমেদ।

ছড়াকার টিমুনী খান রীনোর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন, সাহিত্যিক আসলাম সানী, প্রধান আলোচকের বক্তব্য রাখেন, কথা সাহিত্যিক আরিফ মঈনুদ্দিন, জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এম.এম কামাল।