নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৩ ডিসেম্বর ২০২৫

মুকুলের মায়ের মৃত্যুতে এটিএম কামালের শোক

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত:১৭:১৪, ১ অক্টোবর ২০২৩

মুকুলের মায়ের মৃত্যুতে এটিএম কামালের শোক

বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান মুকুলের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশবাদী মানবাধিকার সংগঠন নির্ভীক এর প্রধান সমন্বয়ক এটিএম কামাল।


রবিবার (১ অক্টোবর) এক শোক বার্তার মাধ্যমে তিনি এই শোক প্রকাশ করেন।


শোক বার্তায় এটিএম কামাল নারায়ণগঞ্জ বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি আতাউর রহমান মুকুল ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য হাবিবুর রহমান দুলাল ভ্রাতৃদ্বয়ের মাতা মোসাম্মৎ মাজেদা বেগম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করার পাশাপাশি মাজেদা বেগমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয় স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। 


উল্লেখ্য, ২৮ সেপ্টেম্বর রাতে আতাউর রহমান মুকুলের মা মোসাম্মৎ মাজেদা বেগম বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। এর আগে দীর্ঘদিন তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ২৯ সেপ্টেম্বর বন্দরের নবীগঞ্জে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
 

সম্পর্কিত বিষয়: