নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২৮ জানুয়ারি ২০২৬

সাংবাদিক সৈকতের পিতার মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৫১, ৪ ডিসেম্বর ২০২৫

সাংবাদিক সৈকতের পিতার মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও বেসরকারী চ্যানেল সময় টিভি’র সিনিয়র রিপোর্টার শওকত আলী সৈকতের পিতা আব্দুল হাই ভুঁইয়া (৮০) বার্ধক্য জনিত কারণে আজ (বৃহষ্পতিবার) সকালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

শওকত আলী সৈকতের পিতার মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টিসহ সকল সদস্য গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায়, ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

আব্দুল হাই ভুঁইয়াঅবসরপ্রাপ্ত সমবায় কর্মকর্তা ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গিয়েছেন।আজ বাদ আছর দক্ষিণ সস্তাপুরেরবাইতুল আকসা জামে মসজিদে নামাজে জানাজা শেষে মাসদাইর সিটি কবরস্থানেদাফনসম্পন্ন করাহয়।

মরহুমের রুহের মাগফেরাত কামনায় আগামী শনিবার (৬ ডিসেম্বর) সস্তাপুরের বাইতুল আকসা জামে মসজিদে বাদ আছর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে এবং পরিবারের পক্ষ থেকেসবাইকে দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহন করার জন্য বিনীত অনুরোধ জানানো হলো।