নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১২ জুলাই ২০২৫

বেকারত্ব-যুব সমস্যা নিয়ে যুব ফেডারেশনের আলোচনা সভা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৩৭, ১১ জুলাই ২০২৫

বেকারত্ব-যুব সমস্যা নিয়ে যুব ফেডারেশনের আলোচনা সভা

বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে “জুলাই অভ্যুত্থান থেকে ১ বছর: বেকারত্ব ও যুব সমস্যা–অবহেলা থেকে উত্তরণ” শীর্ষক এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ই জুলাই) জেলা কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক সাকিব হোসেন হৃদয়। সঞ্চালনা করেন জেলা সদস্য সচিব রাকিবুল ইসলাম ইফতি।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক তরিকুল সুজন। সহ-আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব ফেডারেশনের যুগ্ম সদস্য সচিব আর.এইচ. পলাশ। আলোচনা সভার সূচনা বক্তব্য (উত্থাপনা) উপস্থাপন করেন জেলা যুব ফেডারেশনের মুখপাত্র গাজী রাকিবুল ইসলাম হিমেল।

 আলোচনায় বক্তারা বলেন, “জুলাই অভ্যুত্থান ছিল রাষ্ট্রীয় ব্যর্থতা ও জনগণের বিক্ষোভের ফলাফল। এর এক বছর পরও দেশের অন্যতম প্রধান সংকট—বেকারত্ব ও যুব সমস্যা—অবহেলিতই থেকে গেছে। অন্তর্র্বতী সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল এই বিষয়ে কার্যকর পদক্ষেপ, কিন্তু বাস্তবে তেমন অগ্রগতি পরিলক্ষিত হয়নি।”

আরো উপস্থিত ছিলেন জেলা গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, নাঃগঞ্জ মহানগর গণসংহতির নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক রফিকুল বাপ্পি, কেন্দ্রীয় সদস্য জাহিদুল আলম আল জাহিদ, ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শুভ দেব সহ আরো অনেকে।
 

সম্পর্কিত বিষয়: