নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৪ জুলাই ২০২৫

সভাপতি ননী গোপাল সাহা,  সাধারণ সম্পাদক তারাপদ আচার্য্য 

সাধু নাগ মহাশয় আশ্রমের পূর্নাঙ্গ কমিটি গঠন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৩১, ১৩ জুলাই ২০২৫

সাধু নাগ মহাশয় আশ্রমের পূর্নাঙ্গ কমিটি গঠন

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ধর্মীয় স্থান সাধু নাগ মহাশয় আশ্রমে শনিবার বিকেলে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেণ আশ্রমের সভাপতি ননী গোপাল সাহা। সভা সঞ্চালনা করেণ আশ্রমের সাধারণ সম্পাদক তারাপদ আরাপদ আচার্য্য। 

সভায় বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ^াষ, মানস দাস, লিটন পাল, আনন্দ আরোগী, নারায়ণ দেব সহ অনেকে। 

বক্তারা বলেন আশ্রমের নিত্য পূজা, বৎসরিকপূজা অনুষ্ঠান আয়োজনে সকলের অংশগ্রহন এবং মন্দিরের ভাব গাম্ভীর্য রক্ষায় গুরত্ব আরোপ করা হয়। বিশ^ বরণ্যে সন্যাসী স্বামী বিবেকানন্দ এ আশ্রমে সশরীরে উপস্থিত হয়ে সাধু নাগ মহাশয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেণ আন্তর্জাতিক ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে সু-সীকৃতি লাভ করে। 

এ ছাড়া নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের অর্থায়নে মন্দির কমপ্লেক্স নির্মান কাজ শুরু হওয়ায় সিটি কর্পোরেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। 

সভায় উপস্তিত ভক্তবৃন্দের ব্যাপক উৎসাহ ও সোহার্দ্যপূর্ন পরিবেশে আশ্রম পরিচালনার জন্য উপদেষ্টা সহ পূর্ণাঙ্গ পরিচালনা কমিটি গঠন করা হয়। 

প্রধান উপদেস্টা পূজনীয় স্বামী একনাথানন্দজী মহারাজ, অন্যান্য উপদেস্টারা হলেন বাসুদেব চক্রবর্তী, সরোজ সাহা, পরিতোষ কান্তি সাহা, প্রবীর সাহা, অমল পোদ্দার, অধ্যাপক জীবন কৃষ্ণ মোদক, অধ্যাপক গোপিনাথ দত্ত, তপন সাহা, নারায়ণ চন্দ্র দেব, গোপাল মিত্র, অসিত বরণ বিশ্বাস, ভবানী শংকর রায়, জয় কে রায় চৌধুরী বাপ্পী, নারায়ণ সাহা, ভজন মন্ডল। সভাপতি ননী গোপল সাহা,  সহসভাপতি শংকর সাহা, সুজন সাহা, মানস দাস, শ্যামল সাহা, বিপ্লব সাহা,  সাধারণ সম্পাদকতারাপদ আচার্য্য, অর্থ সম্পাদক সত্যজিত ভৌমিক টুটুল,  প্রচার সম্পাদক অনির্বান মুখার্জী, দপ্তর সম্পাদক গোবিন্দ ঘোষ, আইন বিষয়ক সম্পদক এড.রাজিব মন্ডল,  সমাজ সেবা সম্পাদক প্রভাস সাহা,   সাংস্কৃতিক সম্পাদক সুমন সাহা প্রমুখ। এছাড়া কার্যকরি কমিটিতে আরো ৫০ জন ভক্ত সদস্য হিসেবে রয়েছে।  

সম্পর্কিত বিষয়: