নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৮ আগস্ট ২০২৫

নারায়ণগঞ্জ সংবাদপত্র বহুমুখী সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:৫৫, ৭ আগস্ট ২০২৫

নারায়ণগঞ্জ সংবাদপত্র বহুমুখী সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

নারায়ণগঞ্জ সংবাদপত্র বহুমুখী সমবায় সমিতি (রেজি নং-৪০০) ২০২৫-২০২৮ মেয়াদে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ রেলগেইটস্থ সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা  মাজহারুল ইসলাম জোসেফ।

দৈনিক আজকের নীরবাংলার সম্পাদক ও প্রকাশক এস এম ইমদাদুল হক মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির উপদেষ্টা  মো: রবি হোসেন, সভাপতি ছানাউল করিম শিপলু,সাধারণ সম্পাদক: মোঃ মেহেদী হাসান।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি হাফেজ মোঃ রাহাদ হোসেন, সহ-সম্পাদক মোঃ নাছির মিয়া, কোষাধ্যক্ষ মোঃ ইমরান হোসেন, প্রচার সম্পাদক মোঃ সুজন মিয়া, সদস্য মোঃ সালাউদ্দিন পাঠান মোঃ শাহাদাত হোসেন,মোঃ রিয়াজুল ভূঁইয়া।

সভায় বক্তারা বলেন, সংবাদপত্র জগতে সক্রিয়দের সংগঠিত করা ও পেশাগত স্বার্থরক্ষায় এ সমিতির কার্যক্রম আরও জোরদার করা হবে।

পরিচিতি সভায় সদস্যদের মধ্যে আনন্দঘন পরিবেশে পারস্পরিক মতবিনিময় ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

সম্পর্কিত বিষয়: