নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৫ আগস্ট ২০২৫

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতিস্তম্ভে যুব ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৫:৫৫, ৫ আগস্ট ২০২৫

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতিস্তম্ভে যুব ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে হাজিগঞ্জে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক রফিকুল বাপ্পি, সম্পাদক জাহিদ সুজন, নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক সাকিব হোসেন হৃদয়, যুগ্ম আহ্বায়ক রুবেল মোল্লা, যুগ্ম সদস্য সচিব আর.এইচ পলাশ, মুখপাত্র গাজী রাকিবুল ইসলাম হিমেল, প্রচার সম্পাদক সাকিব হাসান সানি এবং কার্যকরী সদস্য এ.আর. দোলন।


পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সাকিব হোসেন হৃদয় বলেন, “জুলাই মাস আমাদের মনে করিয়ে দেয়—স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে শহীদ হওয়া মানুষদের কথা, অন্যায়ের বিরুদ্ধে সাহসিকতার প্রতিচ্ছবি হয়ে ওঠা সংগ্রামীদের কথা। আজ আমরা জুলাই শহীদদের শুধু স্মরণ করেই থেমে থাকবো না আমরা বাংলাদেশ যুব ফেডারেশন লড়াই করে যাবো জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নের জন্য”

বাংলাদেশ যুব ফেডারেশন ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ হয়ে শোষণ, দমন-পীড়নের বিরুদ্ধে সংগ্রামে যুক্ত হওয়ার আহ্বান জানায় এবং শোষণমুক্ত, গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন পূরণে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করে।
 

সম্পর্কিত বিষয়: