নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৫ আগস্ট ২০২৫

জুলাই শহীদদের স্মরণে প্রতিবেশ আন্দোলনের বিনামূল্যে গাছের চারা বিতরণ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৫:৪৯, ৫ আগস্ট ২০২৫

জুলাই শহীদদের স্মরণে প্রতিবেশ আন্দোলনের বিনামূল্যে গাছের চারা বিতরণ

জুলাই গণঅভ্যুথ্যানের ১ম বর্ষপূর্তি  উপলক্ষে নারায়ণগঞ্জ প্রতিবেশ আন্দোলন বিনামূল্যে গাছের চারা বিতরন করেছে। মঙ্গলবার (৫ আগষ্ট) শহরের হাজীগঞ্জে দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে  এ গাছের চারা বিতরণ করা হয়। 

বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রতিবেশ আন্দোলন নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক রাইসুল রাব্বী, সদস্য সচিব সাদিক হাসান, সদস্য আওলাদ হোসেন, তাইদ নূর, রফিকুল বাপ্পী ও অন্যান্য সদস্যবৃন্দ।এ সময় তাদের সাথে অংশগ্রহন করেন মহানগর গণসংহতি আন্দোলনের সমন্বয়ক মোঃ বিপ্লব খান, জেলা গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক অঞ্জন দাশ ও মহানগর গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী পপি রানী সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় রাইসুল রাব্বী বলেন, আমরা একটি প্রাকৃতিক ভারসম্যপূর্ণ সমাজ চাই। জুলাই আন্দোলনে ছাত্র-জনতার আকাঙ্খা ছিলো বৈষম্যহীন মানবিক সমাজ প্রতিষ্ঠার যেখানে প্রাণ-প্রকৃতি ও পরিবেশের ভারসম্য বজায় থাকবে।

পৃথিবী শুধু মানুষের নয় বরং এটি সকল প্রাণের আধার। সকল প্রাণের হক আদায় করা আমাদের কর্তব্য।সবুজায়নের অংশ হিসেবে আজকে আমাদের এই আয়োজন। আমরা আশা করবো, রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন তারা পরিবেশ বিষয়ে উদাসীন না হয়ে মনযোগী হবেন। 

সদস্য সচিব সাদিক হাসান বলেন, আমরা একটি বাসযোগ্য পৃথিবী চাই। বর্তমানে আমাদের দেশে বনায়নের পরিমান প্রয়োজনের তুলনায় অনেক কম যা দেশকে মরুকরনের দিকে নিয়ে যাচ্ছে এবং দেশের আবহাওয়া বিপন্নের দিকে যাচ্ছে। সরকারের উচিত পরিবেশ প্রকৃতিকে গুরুত্ব দেয়া।
 

সম্পর্কিত বিষয়: