নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৩ নভেম্বর ২০২৫

বিকেএমইএ’র সভাপতি হাতেমকে নিয়ে সৃষ্ট অনাকাংখিত ঘটনার নিন্দা ও প্রতিবাদ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:১৩, ১২ নভেম্বর ২০২৫

বিকেএমইএ’র সভাপতি হাতেমকে নিয়ে সৃষ্ট অনাকাংখিত ঘটনার নিন্দা ও প্রতিবাদ

নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে বিকেএমএইএ'র সভাপতি মোহাম্মদ হাতেমকে নিয়ে সৃষ্ট অনাকাংখিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিসিক শিল্প মালিক সমবায় সমিতি লিমিটেড।

বুধবার (১২ নভেম্বর) এক বিবৃতিতে তারা বলেন, বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি নীট গার্মেন্টস মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এর সভাপতি মোহাম্মদ হাতেম মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫ দুপুরে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে আইবিডব্লিউএফ-এর উদ্যোগে আয়োজিত উদ্যোক্তা সম্মেলনে অতিথি হিসেবে যোগ দেন। অনুষ্ঠানে বক্তব্য দেয়ার পর তিনি নির্ধারিত আসনে বসে ছিলেন।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য চলছিল। প্রধান অতিথির বক্তব্যের শেষ পর্যায়ে মোহাম্মদ হাতেমের সাথে অশোভন আচরণ করেন কয়েকজন যুবক। যা অত্যন্ত দুঃখজনক।

বিবৃতিতে তারা আরও বলেন, মোহাম্মদ হাতেম ছোট বড় যে কোনো ব্যবসায়ীর বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। বিগত সময়ে পঞ্চবটী বিসিকের সন্ত্রাস, চাদাবাজি এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন।  

যারা পূর্বের বিসিক দেখেছেন তারা বর্তমান বিসিকের সুশৃংখল পরিবেশ দেখলেই এর প্রমান পাওয়া যাবে। বর্তমানে ৪৪ জন সিকিউরিটি গাড কাজ করছে। তিনটি গেইট করা হয়েছে। চতুর্থ নাম্বার গেইটটি সম্পন্ন করার অপেক্ষায় রয়েছে। যার সম্পূর্ণ অবদান মোহাম্মদ হাতেম সাহেবের।

এই গেইটগুলো যখন ছিল না তখন বিসিক অনিরাপদ ছিল। অপরাধীরা অনায়েসে বিসিকে বিচরণ করতে পারতো, বর্তমানে যা অসম্ভব।

এছাড়া ৫ আগস্টের পর গার্মেন্টস সেক্টরে অসন্তোষ দেখা দিলেও নারায়ণগঞ্জ শান্ত ছিল। এর জন্য প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্টদের নিয়ে কাজ করেছেন মোহাম্মদ হাতেম।

বিবৃতিতে তারা বলেন, আমরা বলতে চাই, বিকেমএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম একজন ব্যবসায়ি। এবং একজন ব্যবসায়ি নেতা হিসেবে তিনি ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বিগত সরকারের মন্ত্রী, এমপি, সচিবদের সাথে বৈঠক করেছেন।

এবং বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারের বিভিন্ন দপ্তর প্রধানদের সাথেও বৈঠক করছেন। সব সরকারের আমলেই তাকে ব্যবসায়িদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করতে হবে, এটাই স্বাভাবিক।

কিন্তু কেউ কেউ বিষয়টিকে রাজনৈতিক রং লাগিয়ে তাকে হেনস্তা করার অপচেষ্টা করছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সম্পর্কিত বিষয়: